মান্থলি, সিজন টিকিটের মেয়াদ বাড়িয়ে দেবে রেল! লোকালের যাত্রীদের জন্য সুখবর

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: লকডাউনে আচমকাই বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন৷ দীর্ঘ সাড়ে সাত মাস পর বুধবার থেকে ফের চালু হচ্ছে লোকাল ট্রেন৷ কিন্তু ট্রেন বন্ধ হওয়ার সময় যে যাত্রীদের মান্থলি বা সিজন টিকিট কাটা ছিল, তাঁদের অনেকেরই এই কয়েক মাসের মধ্যে টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ মেয়াদ শেষ হওয়া টিকিটের কী হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন যাত্রীরা৷রেল অবশ্য এই যাত্রীদের আশ্বস্ত করে জানাল, ট্রেন বন্ধ থাকার সময় যে যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁদের সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে৷ অর্থাৎ পুরোন সিজন টিকিটেই আপাতত ট্রেনে চড়তে পারবেন যাত্রীরা৷অর্থাৎ, যে যাত্রীদের যত দিন টিকিটের মেয়াদ বাকি ছিল, তাঁদের ততদিন সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে৷ এক মাস, তিন মাস বা ছ’ মাসের মেয়াদেরও টিকিট একবারে কেটে রাখেন লোকাল ট্রেনের বহু যাত্রী৷রেলের তরফে জানানো হয়েছে, টিকিট কাউন্টারে গিয়েই পুরোন সিজন টিকিটের মেয়াদ বাড়িয়ে নিতে হবে যাত্রীদের৷ যে কাউন্টার থেকে টিকিট কাটা হয়েছিল, সেই কাউন্টার থেকেই এই বদল করাতে হবে৷সিজন টিকিটের মেয়াদ বাড়াতে রেলের টিকিট কাউন্টারে যে লম্বা লাইন পড়বে, এমন সম্ভাবনা প্রবল৷ তাই যাত্রীদের সুবিধার্থে আগামী সোমবার সকাল ৮টা থেকেই রেলের টিকিট কাউন্টারগুলিতে এই সিজন টিকিটের মেয়াদ বৃদ্ধির কাজ করা হবে৷