২১ সেপ্টেম্বর থেকে চলবে ২০ জোড়া ট্রেন, কোন কোন রুটে, কত ভাড়া, জেনে নিন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: মে মাস থেকেই একাধিক স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল৷ তবে স্বাভাবিক ভাবে রেল পরিষেবা এখনও শুরু হয়নি৷ এবার ধীরে ধীরে পরিষেবা বাড়ানোর দিকে এগোচ্ছে ভারতীয় রেল৷ ২১ সেপ্টেম্বর থেকে ২০ জোড়া ক্লোন ট্রেন চালাবে ভারতীয় রেল৷ যখন কোনও রুটে যাত্রী চাহিদা বেশি হয়, তখন ওয়েটিং লিস্টের পরে বাকি যাত্রীদের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়, তা হল ক্লোন ট্রেন৷রেল জানিয়েছে, বেশির ভাগ ক্লোন ট্রেনই বিহার থেকে ছাড়বে৷ এই ২০ জোড়া ট্রেনের মধ্যে ১৯ জোড়ায় টিকিটের দাম নেওয়া হবে হমসফর অক্সপ্রেসের রেটে৷ লখনউ ও দিল্লি রুটে ক্লোন ট্রেনের ভাড়া জনশতাব্দীর এক্সপ্রেসের রেটে হবে৷সম্প্রতি রেলে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব জানান, যে সব রুটে ওয়েটিং লিস্টের তালিকা দীর্ঘ, সেই সবহ রুটে ক্লোন ট্রেন চালাবে রেল৷ যাতে যাত্রীরা অনায়াসে গন্তব্যে পৌঁছতে পারেন৷এই ট্রেনগুলি সম্পূর্ণ রিজার্ভেশনে ও নির্দিষ্ট টাইমেই চলবে৷ ১৯ জোড়া হমসফর এক্সপ্রেসে থাকবে ১৮টি কোচ৷ লখনউ-দিল্লি রুটের ট্রেনে থাকবে ২২টি কোচ৷রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিহার ও দিল্লির মধ্যে চলবে ১০টি জোড়া ট্রেন৷ বিহারের সাহারসা, রাজেন্দ্রনগর, রাজগির, দ্বারভাঙা ও মুজফ্ফরপুর থেকে ছাড়বে এই ট্রেনগুলি৷ নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের আওতায় দুটি ট্রেন চলবে৷ বিহারের কাটিহার থেকে দিল্লি৷ বাকিগুলি পশ্চিমবঙ্গ থেকে দিল্লি, পঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ, লখনউ থেকে দিল্লি৷দক্ষিণ-মধ্য রেলের দুটি ক্লোন ট্রেন বিহারের দানাপুর থেকে সেকেন্দরাবাদ৷ দক্ষিণ-পশ্চিম রেলের ৬টি ট্রেন গোয়া-দিল্লি, কর্নাটক-বিহার ও কর্নাটক-দিল্লি যাতায়াত করবে৷ পশ্চিম রেলে ১০টি ট্রেন চলবে৷ বিহারের দ্বারভাঙা থেকে গুজরাত, দিল্লি-গুজরাত, ছাপরা থেকে সুরাত, মুম্বই-পঞ্জাব, আহমেদাবাদ-পটনা৷

