১৯ শতকের চিত্রশিল্পী রাজা রাভি ভার্মা ‘র ছবিকে প্রাণ দিলেন শ্রুতি, রামাইয়া, সামান্থা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: চিত্রগ্রাহক জি ভেঙ্কট রামের ২০২০-র ক্যালেন্ডার (Calendar 2020) ছুঁয়ে গেছে প্রখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার (Raja Ravi Verma) সৃষ্টিকে। নিজের ক্যামেরার কারুকার্যে ১৯ শতকের ওই চিত্রশিল্পীর কাজ ফুটিয়ে তুলেছেন ভেঙ্কট রাম, শিল্প জগতের অনেকেই যা দেখে স্মৃতিমেদুর। এই প্রজেক্টে কাজ করেছেন শ্রুতি হাসান (Shruti Hasan), রামাইয়া কৃষ্ণণ, সামান্থা প্রভু, রাজনীতিবিদ খুশবু সুন্দর, নৃত্যশিল্পী শোভনা, প্রিয়দর্শীনি গোভিন্দ প্রমুখ। ১২ মাসের জন্য, ১২ টি মুখ বেছে ছিলেন জি রাম। সিনেমা, নৃত্য, রাজনীতির ময়দান থেকে বাছাই করা হয়েছিল এই ১২ জনকে। মণি রত্নমের স্ত্রী সুহাসিনীর নাম ফাউন্ডেশনের এই প্রজেক্টের অন্যতম মুখ সামান্থা (Samantha Prabhu) লিখেছেন, “এমন একটা কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।”

