রাজীব রায় ৪৫নং ওয়ার্ডের তার উদ্দ্যোগে রক্তদান শিবির বস্ত্রদান ইত্যাদি

সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবা ও মানুষের পাশে থাকেন কোলকাতার 45ন ওয়ার্ডের সভাপতি রাজীব রায়। মূলত তার উদ্যোগে স্বর্গীয় চিন্তামনি রায় স্মৃতি রক্ষা কমিটি ও 45 ন ওয়ার্ড তৃনমূল কংগ্রেস কমিটির যৌথ ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও wheel চেয়ার বিতরণ তথা মহিলাদের স্বনির্ভর করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, রাজীব ব্যানার্জী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, 46ন ওয়ার্ড সভাপতি বিমল সিং, সহ অন্যান্যরা।