রঙহীন রামধনু ছায়াছবি সম্ভবত আগামী ১৯সে জুলাই কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানো হবে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : মঙ্গলবার ২রা জুলাই কলকাতা প্রেস ক্লাবে ক্রিয়েশন ইমেজ নিবেদিত উমাশঙ্কর পরিচালিত ৰংহীন রামধনু চলচিত্রের কলাকুশলীদের নিয়ে এক সাংবাদিক সম্মেলন হলো তারা চলচ্চিতের কাঠামো নিয়ে তার সার অংশ হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একজন পরস্পরের পরিপূরক শিল্পী গায়ক পরিচালক মাতা মত প্রকাশ করেন.পরিচালনা – উমাশঙ্কর পণ্ডিত প্রযোজনা – অভিজিৎ রায় কাহিনী ও চিত্রনাট্য – হরিদাস দাস সম্পাদনা সুদীপ্ত সঙ্গীত বব চক্রবর্তী অভিনয়ে : নীলু ভৌমিক বিশ্বজিৎ চক্রবর্তী ভরত কল সাগ্নিক চ্যাটার্জী বৃষ্টি আলম সঙ্গীতা ব্যানার্জী সুরজিৎ মন্ডল কাজী ডাকু দীপ মিত্র প্রচার : শুভঙ্কর ঘোষ নেপথ্য উত্তম মান্না রিতা সিদ্ধার্থ শ্রাবনী বব চলচিত্রে ৫টি গান আছে.পরিচালক জানালেন আগামী ১৯সে জুলাই কয়েকটি প্রেক্ষাগৃহে দেখানো হবে.