কানাডায় সোয়াইন ফ্লু-র বিরল ভাইরাসের হানা, সংক্রমণ কি ছড়িয়েছে? চলছে খোঁজ

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: করোনা অতিমারির মোকাবিলা করতে গিয়েই জেরবার বিশ্ব৷ এরই মধ্যে মানব দেহে খোঁজ মিলল সোয়াইন ফ্লু-র এক ধরনের বিরল ভাইরাসের৷ বুধবারই এ কথা সরকারি ভাবে জানিয়েছে কানাডা৷ কানাডার আলবার্তা প্রদেশের এক বাসিন্দার শরীরে সোয়াইন ফ্লু-র H1N2 ভাইরাসের খোঁজ মিলেছে৷ মানবদেহে এই ভাইরাসের খোঁজ খুবই বিরল বলে জানাচ্ছেন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা৷তবে স্বস্তির বিষয় হল, আক্রান্ত ব্যক্তি কারও সংস্পর্শে আসেননি বলেই দাবি করা হচ্ছে৷ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ তার পরই তাঁর দেহে এই ভাইরাসের খোঁজ মেলে৷ তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ৷ নতুন করে কারও সংক্রমিত হওয়ার খবরও মেলেনি বলে আলবার্তা প্রদেশের প্রশাসন দাবি করেছে৷তবে কোনওরকম ঝুঁকি না নিয়ে কোথা থেকে এই ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরে এল এবং অন্য কারও শরীরে তা ছড়িয়েছে কি না, কানাডার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তা খতিয়ে দেখছেন৷H1N1 ভাইরাসে মানুষ আক্রান্ত হলেও H1N2 ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা বিরল৷ ২০০৫ সাল থেকে গোটা বিশ্বে মাত্র ২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এর আগে কানাডাতেও কখনও এই ভাইরাসে কারও আক্রান্ত হওয়ার খোঁজ মেলেনি৷সরকারি আধিকারিকরা জানিয়েছেন, খাবারের মাধ্যমে H1N2 ভাইরাস মানব দেহে প্রবেশ করে না৷ ফলে শুয়োরের মাংস খেয়ে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই৷ তবে এই ভাইরাসে আক্রান্ত শুয়োরের সংস্পর্শে কেউ এলে আক্রান্ত হতে পারেন৷ স্বস্তির বিষয় হল, H1N2 ভাইরাস সহজে একজন মানুষের থেকে অন্যজনের শরীরে ছড়ায় না৷