প্রথম ওভারেই ২ উইকেট তুলেও দুর্ভাগ্যের শিকার! কাঁধের চোটে মাঠ ছাড়লেন অশ্বিন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: এই জন্যই বোধহয় ক্রিকেটকে মহান অনিশ্চয়তার খেলা বলা হয়৷ না হলে একটি ম্যাচে এত বার রং বদলায়! দিল্লি ক্যাপিটালস বনাম কিংগস ইলেভেন পঞ্জাবের ম্যাচ শুরু থেকে শেষ পর্যন্ত পেন্ডুলামের মতো দুলতে থাকল৷ শেষ পর্যন্ত সুপার ওভারে জয় পেল দিল্লি৷ কিন্তু জয় দিয়ে আইপিএল শুরু করেও দিল্লির চিন্তা থেকে গেল দলের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে৷ কারণ এই ম্যাচে স্বপ্নের শুরু করেও চোট পেয়ে মাত্র ১ ওভারের বেশি বল করতে পারলেন না তিনি৷ পরের ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা৷পঞ্জাব ইনিংসে পাওয়ার প্লে-র শেষ ওভারে বল করতে আসেন অশ্বিন৷ প্রথমেই পঞ্জাবের করুণ নায়ারকে ফিরিয়ে দেন তিনি৷ ওই একই ওভারে অসাধারণ ডেলিভারিতে বাঁ হাতি নিকোলাস পুরানকে ফিরিয়ে দেন অশ্বিন৷ কিন্তু ওভারের শেষ বলে নিজের বলেই ডাইভ মেরে এক রান বাঁচাতে গিয়ে নিজের বাঁ কাঁধে গুরুতর আঘাত পান তিনি৷ মাঠের মধ্যেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি৷সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন দলের ফিজিও৷ যন্ত্রণায় কাতর অশ্বিনের প্রাথমিক শুশ্রুষা করেন তিনি৷ কিন্তু অশ্বিনের চোট যে গুরুতর তা বুঝতে দেরি হয়নি ফিজিও-র৷ যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই স্পিনার৷ মাত্র এক ওভার বল করে ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি৷’দ্য টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, অশ্বিনের কাঁধের হাড় সরে গিয়েছে৷ এই খবর ঠিক হলে টুর্নামেন্টে অশ্বিনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেবে৷ যদিও ম্যাচের শেষে পুরস্কার নিতে আসেন অশ্বিন৷ তখন অবশ্য তাঁকে দেখে মনে হয়নি চোট নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি৷ কাঁধে কোনও স্লিংও ছিল না৷ দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ারও পরে দাবি করেন, অশ্বিন তাঁকে জানিয়েছেন তিনি পরের ম্যাচে খেলতে পারবেন৷ যদিও সবকিছু দলের ফিজিও-র উপরে নির্ভর করছে বলেও জানিয়েছেন শ্রেয়স৷

