আয়োজিত হতে চলেছে রুবারু Mrs ইন্ডিয়া ২০১৯

সত্যজিৎ চক্রবতী খবর ২৪ : কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই প্রতিযোগিতার পক্ষ থেকে সাংবাদিকদের জানান এটা একটা অন্য ধরনের প্রতিযোগিতা যারা উপস্থিত ছিলেন দেবযানী মিত্র ডিরেক্টর আই-গ্লাম বলেন ইটা এটা একটা মহিলাদের চাইল্ডহুড সিম্বল অফ শক্তি ও গ্লোরিয়া’স ইভেন্ট. অন্যদের মধ্যে ছিল মিস সর্বানী দত্ত এক্টর ফ্যাশান ডিজাইনের ইন্দ্রনীল মুখার্জী দেবশ্রী দাস পারমিতা ঘোষ ডাইরেক্টর ক্যানডিড কমুনিকেশন তারা ঘোষণা করলো এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে হবে ১৩ই জুলাই ২০১৯ বেলা ১২টায় শুরু হবে চলবে শেষ না হওয়া পর্যন্ত নাম লেখানো শুরু হয়ে গেছে যোগাযোগের নম্বর : ৯৬৭৪১০৮৮৮৮ /৯৮৩১১১১৮২৯ /৯৭৭১৪১২০০৩. অন্যদের মধ্যে যারা ছিলেন তারা হলো দেবযানী মিত্র ডিরেক্টর (ইস্ট ইন্ডিয়া জোন আই-গ্লাব ফরমার এমআরএস ইন্ডিয়া ইউনিভারস (জ্যোতি জানাল

