সালানপুর ব্লকে কৃষকদিবস পালন করা হল

জয়ন্ত সাহা খবর ২৪:  সালানপুর ব্লকের কৃষি দপ্তর উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ নান্দনিক হলে পালিত করা হল কৃষক দিবস।সালানপুর ব্লকের সমস্ত কৃষকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সালানপুর ব্লকের সেরা কৃষক হিসেবে আলম আনসারি কে কৃষকরত্ন যাতে মুখ্যমন্ত্রীর সই করা সংখ্যাপত্র এবং কৃষি দপ্তর থেকে10 হাজার টাকা চেক প্রদান করা হল।চেক এবং সংখ্যাপত্র তুলে দিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।এই অনুষ্ঠানে সম্পর্কে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন আজ এই কৃষক দিবস সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে।আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বদাই কৃষক দের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের যোজনা বার করছে।কারণ একটাই এরা আমাদের দেশের ভবিষ্যৎ।তাদের মনোবল কে বাড়াতে আজ সালানপুর ব্লকের সেরা কৃষক হিসাবে আলম আনসারি কে কৃষকরত্ন সন্মান প্রদান করা হল।যাতে আগামী দিনে সব কৃষকরা কৃষিতে ভালো ভাবে মন দেয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য কৈলাশপতি মণ্ডল,এ.ডি.এ রাজশ্রী ব্যানার্জী,মৎস দপ্তর আধিকারিক পবির মুজুমদার, রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রানু রায়,সমাজসেবী ভোলা সিং সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ।