স্বল্পদৈর্ঘের ছবি “দূরত্ব” (ভিতর ও বাহিরে) অনলাইনে মুক্তি পাবে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: ২৩সে জুন, মঙ্গলবার, অভিনেতা ও প্রযোজক অনুপ পানের প্রযোজনায় , আঙুরবালা ফিল্মসের ব্যানারে আসতে চলেছে স্বল্পদৈর্ঘ্যের ছবি _”দূরত্ব”-(ভিতর ও বাহিরে)। কর্পোরেট অফিসে কর্মরত ছেলে ও দূরে থাকা বাবার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এক গভীর সম্পর্কের অনুভূতির গল্প “দূরত্ব” ভিতরে ও বাহিরে। এই ছোট্ট ছবিটি আগামী 24 শে জুন আঙ্গুরবালা ফিল্মসের অনলাইন প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে। ছবিটির কাহিনী সুবর্ণা মুখার্জি চক্রবর্তীর। চিত্রনাট্য করেছেন অনুপ পান নিজে। পরিচালনায় অভিজিৎ বিশ্বাস। সম্পাদনায় _ঐশী।আবহ_নীলাদ্রি ব্যানার্জি । জনসংযোগ _শুভঙ্কর ঘোষঅভিনয়ে _দেবাশিস সেন
মনোজিৎ বড়াল ,অনুসূয়া সামন্ত, আরিশ বড়াল। পূর্বা দাস।

