সাংবাদিকের পত্নী বিয়োগ

উমেশ রায় খবর ২৪ : সাংবাদিক ও রিপোটার্স এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধনের পত্নী বিয়োগ হয়েছে গত ১৯ ফেব্রয়ারি তাঁর স্ত্রী অর্চনা বর্ধন (৪৩) রেখে গেলেন এক মাত্র কন্যা মৌসুমী বর্ধন এবং তাঁর সাংস্কৃতি মনস্থ বহূ প্রতিবেশীদের ! তিনিও রিপোটার্স এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন বহু দিন ধরে “বঙ্গ শিরোমনি ” ও ” শারদ শিরোমনি পুরোধার হিসেবে যুক্ত থাকার ফলে সাংবাদিক মহলে অর্চনা বেশ পরিচিত নাম অর্চনার অকাল প্রয়াণে তার বিদোহী আত্মার শান্তি কামনা করে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি !