সম্প্রীতির বন্ধনে স্বাধীনতা দিবস উদযাপন করলেন ইন্টারন্যাশনাল ইউম্যান রাইটস এবং অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন

অনুপ কুমার বর্ধন খবর ২৪ : ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ইউম্যান রাইটস এবং অ্যান্টি ক্রাইম অর্গানাইজেশন ও বেহালা বড়িষা লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হল এক অভিনব কায়দায় স্বাধীনতা দিবস । যেখানে রাখিবন্ধন উৎসবের মাধ্যমে ছিল সম্প্রীতির বন্ধন। বৃহস্পতিবার কলকাতার গড়িয়াহাটে এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি শ্রী দীপক ব্যানার্জি, উদ্যোগী সংগঠনের রাজ্য সভাপতি শ্রীমতী শ্রীলগ্না দেব মিশ্র, রাজ্য সম্পাদক শ্রী সুব্রত শংকর ঘোষ, রাজ্য যুব সভাপতি শ্রী আবির ব্যানার্জি সহ অগণিত সাধারণ মানুষ।এদিন এই উদ্যোগ সম্পর্কে শ্রীমতী শ্রীলগ্না দেব মিশ্র জানান, দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার শ্যামবাজারের রাস্তার দু’ধারের মানুষদের মধ্যাহ্নভোজের জন্য রয়েছে এক খাদ্যসম্ভারে সুসজ্জিত ট্যাবলো। একইসঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ।”