সন্ধ্যা তারা দ্বারা আয়োজিত করা হলো কবি সম্মেলন ও সাহিত্য সভা

খবর ২৪: সন্ধ্যা তারা দ্বারা আয়োজিত করা হলো কবি সম্মেলন ও সাহিত্য সভা হাওড়া বালটিকুরি খালধারে এই অনুষ্ঠান এর আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্তিথ ছিলেন কবি ভবানী প্রাসাদ মজুমদার ,কবি ও লেখক সুখেন মন্ডল ,কবি কৃষ্ণা বসু ,কবি ও লেখক অনুপ কুমার বর্ধন ,সন্ধ্যা তারার সেক্রেটারি রাঘব ও আনানো কবি রা যে ছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে কবিতা পাঠ ,আবৃতি ,নৃত্য ,ও গানের মাধ্যমে অনুষ্ঠানের সম্পন হয় !

