স্যানিটাইজার নিয়ে অসাধু ব্যাবসা, গ্রেপ্তার দোকান মালিক।

জয়ন্ত সাহা খবর ২৪: সামাজিক বিপর্যয়ের সময় কিছু অসাধু ব্যাবসায়ী নকল জিনিষ বিক্রি করে মুনাফা কামানোর অপেক্ষায় থাকে। সম্প্রতি করোনা ভাইরাস আন্তর্জাতিক সমস্যায় জর্জরিত গোটা বিশ্ব।পশ্চিম বাংলায় কিছু অসাধু ব্যাবসায়ী করোনার সুযোগে নকল জিনিষ বিক্রি করে মুনাফা কামানোর প্রতিযোগিতায় নেমেছে।চিকিৎসকদের পরামর্শে করোনা ভাইরাস থেকে বাচতে সবাইকে মুখে মাস্ক এবং স্যানিটাইজার দিয়ে বারংবার হাত ধোবার কথা বলার সাথে জনগন মাস্ক এবং স্যানিটাইজার কেনার জন্য ভীড় লাগিয়েছে। অসাধু ব্যাবসায়ী এই সুযোগকে কাজে লাগিয়ে কুড়ি টাকার মাস্ক ষাট থেকে সত্তর টাকায় বিক্রি করছে,স্যানিটাইজারের নামে সাধারণ কুলিং স্পিরিট স্যানিটাইজার লেবেল লাগিয়ে বিক্রি করছে। বৃহস্পতিবার আসানসোল মুন্সিবাজারের পিনু কানাইয়া নামক এক ব্যাবসায়ী নকল স্যানিটাইজার বিক্রি করেছিল স্থানীয় যুবককে।শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানায় নকল জিনিষ বিক্রির অভিযোগ করেন, অভিযোগ পাবার পর পুলিশ সেই ব্যাবসায়ীকে নকল স্যানিটাইজার বিক্রীর অভিযোগে গ্রেপ্তার করেছে।

