সাংসদ তহবিল থেকে 2 লক্ষ টাকা অনুদান হাতি হানায় মৃত পরিবারদেড়……

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আসনসোল .গত 28 ফেব্রুয়ারি দলছুট হাতির দামোদর নদী পার হয়ে আসানসোলের অন্তর্গত মহিশীলা ও কালাঝরিয়া গ্রামে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়। তান্ডব জেরেএই ঘটনায় মৃত অলকা বাউরির ক্ষতি পূরণের বকেয়া 2 লক্ষ টাকা আজ আসানসোলের মাননীয় সাংসদ ও মন্ত্রী বাবুল সুপ্রিয় মহাশয়ের আন্তরিক প্রয়াসে তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো।পরিবারে দেড় সাথে দেখা করতে গেছিলে বিজেপি যুব নেতা অরিজিৎ রায় .প্রশান্ত ব্যানার্জী সহ বিজেপি কর্মীরা !!

