চারশো দুঃস্থ শিশুদের ব্যাগ সহ বইখাতা দিয়ে হাসি ফোটালেন মা সারদা ভক্ত মন্ডলী

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কোলকাতা :কলকাতার মানিকতলা বাজারে সরস্বতী পুজো উপলক্ষে মা সারদা ভক্ত মন্ডলীর পক্ষ থেকে মঙ্গলবার চারশো জন দুঃস্থ শিশুদের ব্যাগ সহ
বইখাতা বিতরণ করলেন ইষ্ট বেঙ্গল ক্লাব সেক্রেটারি শ্রী রজত গুহ, ভবানীপুর রোটারি ক্লাব প্রেসিডেন্ট শ্রীমতি পারিজাত পাল,নৃত্যশিল্পী রিমা নন্দী, চিত্রশিল্পী হরিলাল সাহু ,সমাজসেবী শ্রীমতি রিতা সরকার, শ্রীমতি শিখা পুরকায়স্থ, মা সারদা ভক্ত মন্ডলী প্রেসিডেন্ট শ্রীপ্রকাশ জসওয়াল এবং ক্লাব সদস্যবৃন্দ। এরই পাশাপাশি ক্লাব আয়োজিত অঙ্কন এবং নৃত্য প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।
এদিন ইষ্ট বেঙ্গল ক্লাব সেক্রেটারি শ্রী রজত গুহ জানান, এত মহৎ কাজে এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুব খুশি। কতৃপক্ষের
কাছে আমার বিনীত নিবেদন যত তাড়াতাড়ি সম্ভব উপহারগুলি শিশুদের মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হোক।
প্রতি বছরের মত এবছর দুঃস্থ শিশুদের মুখে হাসি ফুটিয়ে আনন্দিত মা সারদা ভক্ত মণ্ডলী সহ এলাকাবাসি।