শতবর্ষ পালন করতে চলেছে এলুমনি এসোসিয়েশান এনসিইবি বেঙ্গল এন্ড যাদবপুর ইউনিভার্সিটি

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: শুরু হবে ২রা ডিসেম্বর ২০১৯ : আন্তর্জাতিক আলোচনা চক্র / ৮ই জানুয়ারী ২০২০ শতবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন প্রধান অতিথি রাজ্যের রাজ্যপাল শ্রীজগদীশ ধনকর / ৭ ও ৮ই ফেব্রুয়ারী জাতীয় সেমিনার / ১৯-২০ সেপ্টেম্বর – জাতীয় সেমিনার / ২০-২১ ডিসেম্বর – ২০২০ আন্তর্জাতিক সম্মেলন / জানুয়ারী ২০২১ সমাপ্তি ঘোষণা. যাদবপুর অ্যালুমনি এসোসিয়েশান বর্ষব্যাপী শতবার্ষিকী অনুষ্ঠানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরী করেছে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানান হিরেন কে ঘোষ তার সঙ্গে ছিল প্রবীর চৌধুরী *সুমিত চক্রবর্তী *আলোক মুখার্জী উল্লেখযোগ্য সদস্যদের নামাঙ্কিত স্মারক বক্তৃতা সমূহ সেখানে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানিত করা এ ছাড়া বর্ষ ব্যাপী নানা অনুষ্টান হবে এলোমিনি এসোসিয়েশনের পক্ষ থেকে.