ডিসেম্বরেই খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ, আপাতত মানতে হবে এই সব নিয়ম

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: সব কিছু ঠিকঠাক থাকলে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খুলতে চলেছে ডিসেম্বর মাসে। ঠিক কতজন নিয়ে ক্লাস হবে স্কুলে, কবে থেকে খুলবে স্কুল কলেজের দরজা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য। তবে ‌চলতি মাসের মধ্যেই বিধিনিষেধের একটি খসড়া তৈরি হবে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে, স্থির হবে কী ভাবে ভাগে ভাগে পড়ুয়াদের স্কুলে আনা যায়, রবিবার এমনটাই জনিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।নবান্ন সূত্রে খবর, আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধই থাকছে স্কুল-কলেজের দরজা। শিক্ষক-শিক্ষাকর্মীদেরও এই সময়ে শিক্ষাঙ্গনের চৌহদ্দিতে আসতে হবে না। শারীরিক উপস্থিতি প্রয়োজন স্কুলের দরজা খুললেই।রাজ্যে প্রথম লকডাউনর সময় থেকেই বন্ধ স্কুল-কলেজ। বেনজির পরিস্থিতিতে একে একে প্রকাশিত হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল। প্রকাশিত হচ্ছে স্নাতকের ফলও। গোটা ভর্তি পর্বটা রাজ্য সুষ্ঠু ভাবে মেটাতে চায় রাজ্য।তবে এই পর্বে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। পরীক্ষামূলক ভাবে খুলছে সুইমিং পুল, শুধু ক্রিড়াবিদরাই তা ব্য়বহার করতে পারবেন। নন কন্টেইনমেন্ট জোনে খুলতে পরবে থিয়েটার, মাল্টিপ্লেক্সও। তবে অনুষ্ঠান আয়োজন করতে হলে মানতে হবে সামাজিক দূরত্ববিধি। লাগবে প্রশাসনিক ছাড়পত্র। মাল্টিপ্লেক্সগুলিতে ৫০ শতাংশ আসনই ভর্তি করা যাবে। অন্য দিকে কোনও হলঘর বা বাড়ি ভাড়া করে অনু্ষ্ঠান করলে ২০০ জনের বেশি জমায়েত করা চলবে না।