সেপ্টেম্বরের মধ্যে কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা সম্পন্ন করতে হবে, কেন্দ্রের নির্দেশে আপত্তি রাজ্যের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: দেশের সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘বাধ্যতামূলক’ ভাবে সম্পন্ন করতে হবে, ইউজিসি ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের (HRD ministry) এই নির্দেশের প্রতি আপত্তি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতর (West Bengal Higher Education Department)। ওই চিঠিতে রাজ্যের (West Bengal) উচ্চশিক্ষা ও স্কুল শিক্ষা বিভাগের সচিব মনীষ জৈন বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন। তাঁর আবেদন, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা বাধ্যতামূলক না করে রাজ্যকে নিজদের সুযোগসুবিধা অনুযায়ী পরীক্ষা নেওয়ার জন্যে অনুমতি দেওয়া হোক। রাজ্যের তরফে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা নিয়ে কেন্দ্র-রাজ্য যৌথভাবে সিদ্ধান্ত নেয়। অথচ রাজ্যের সঙ্গে আলোচনা না-করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কেন্দ্রের তরফ থেকে ৬ জুলাই এই নির্দেশিকা আসে। অথচ তার কয়েক দিন আগেই পরীক্ষা হবে না বলে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়গুলির কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল। পরীক্ষার বদলে ৮০-২০ ফর্মুলায় মূল্যায়নের উল্লেখ ছিল তাতে। কিন্তু তার পরেই পরীক্ষা বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় নির্দেশ আসে।করোনা সংক্রমণ রুখতে ২৫ জুন থেকে টানা লকডাউন শুরু হওয়ায় বহু কলেজ ও বিশ্ববিদ্যালয়তে বার্ষিক পরীক্ষা শেষ করা যায় নি। তারপর থেকেই বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। আনলক ১ এর পর আনলক ২-এও ৩১শে জুলাই পর্যন্ত কোনও বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আগে ইউজিসি বলেছিল যে চাইলে আগের সেমেস্টারের মার্কস ও ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে মূল্যায়ন করা যেতে পারে। সেই অনুযায়ীই পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্য ইতিমধ্যেই সমস্ত কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করে দিয়েছে। এই সময় নতুন করে কেন্দ্রের এই নির্দেশিকায় সমস্যায় পড়লো রাজ্যের উচ্চশিক্ষা দফতর।এদিকে সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ দ্রুতহারে বাড়ছে। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতর যে পরিসংখ্যান প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১০৮৮ জন। পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট সংক্রমিত ২৫,৯১১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ৮৫৪ জন। এই সংখ্যা ধরে রাজ্যে মোট মৃত ২৭৭৭ জন। স্বাস্থ্য দফতর থেকে এই তথ্য বৃহস্পতিবার দেওয়া হয়েছে।রাজ্যে মোট সক্রিয় সংক্রমণ ৮২৩১, নমুনা পরীক্ষা হয়েছে ১০, ৮৩৫ জনের। মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলাভিত্তিক সংক্রমণে কলকাতায় একদিনে সংক্রমিত ৩২২ জন। হাওড়ায় ১৬৭ জন। উত্তর ২৪ পরগনায় ২৬৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৮৮ জন আর হুগলিতে ৫৩ জন।

