টাকা লেনদেন সংক্রান্ত এই নিয়ম বদলাল RBI, জেনে নিন ১০টি গুরুত্বপূর্ণ তথ্য

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়াদিল্লি: শুক্রবার RBI Monetary Policy নিয়ে বৈঠক হয়ে গিয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস সুদের হার-সহ একাধিক বড় ঘোষণা করেছেন ৷ দেখে নিন এদিনের বৈঠকের ১০টি বড় ঘোষণা এবং তাদের কী প্রভাব পড়তে চলেছে ৷১. সুদের হারে কোনও বদল না করার সিদ্ধান্ত নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ৷ রেপো রেট ৪ শতাংশই থাকবে ৷২. MPC সবার সম্মতি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ থাকবে ৷৩. আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, গ্রামীণ এলাকায় অর্থব্যবস্থার উন্নতি হয়েছে ৷ চলতি আর্থিক বছরে রেকর্ড শস্য উৎপাদন হয়েছে ৷ পরিযায়ী শ্রমিকরা ফের শহরে কাজে ফিরছে ৷৪. অনলাইন কর্মাস ফের চাঙ্গা হয়েছে ৷ আবার অফিস শুরু হয়েছে ৷৫. দাস আরও জানিয়েছেন আর্থিক অবস্থা আরও চাঙ্গা হবে বলে অনুমান করা হচ্ছে ৷ সমস্ত সেক্টরের অবস্থার উন্নতি হচ্ছে ৷৬. রবি ফসল ভাল হওয়ার আশা করা হচ্ছে ৷ মহামারীর এই সঙ্কটে কোভিড আটকানোর থেকে আর্থিক অবস্থা আবারও ঠিক ট্র্যাকে নিয়ে আসার উপর বেশি জোর দেওয়া হচ্ছে ৷৭. রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বর ২০২০ থেকে RTGS যে কোনও সময় করা যাবে ৷৮. আর্থিক বছর ২০২১-এর জিডিপিতে ৯.৫ শতাংশের মন্দা দেখা দিতে পারে ৷৯. সেপ্টেম্বর মাসে পিএমআই বেড়ে ৫৬.৯ শতাংশ হয়ে গিয়েছে, যা জানুয়ারি ২০১২-র পর সবচেয়ে বেশি ৷১০. সরকারের তরফে এমএসএমই-কে দেওয়া ঋণে ২ শতাংশ হিসেবে সুদে যে সাহায্য করা হয় তা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

