Earthquake: ভোরবেলাতেই প্রবলভাবে কেঁপে উঠল মাটি, মানুষ কাঁপলেন আতঙ্কে

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ফের একবার ভূমিকম্প (Earthquake) কেঁপে উঠল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলা (Shimla) ও তার আশপাশের এলাকা৷ শুক্রবার সকালেই এই জেলায় ভূমিকম্পে কেঁপে ওঠে মাটি৷ সিমলার মৌসম বিভাগ এই খবর জানিয়েছে৷ ইতিমধ্যেই উত্তরভারতে শীতের আমেজ শুরু হয়ে গেছে তারমধ্যে ভোরবেলা এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়৷খবর অনুযায়ি চম্বা জেলায় সকাল ৬ টা ২৫ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছি ২.৯ ৷ তবে কোনও মৃত্যুর খবর সামনে আসেনি৷ এমনকি কোনও ক্ষয়ক্ষতিও হয়নি৷চাম্বায় গত ২৩ অক্টোবরও ভূমিকম্প অনুভূত হয়েছিল৷ সে সময় রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ২.৩৷ সিসমোলজিস্টদের মতে হিমালয় পার্বত্য এলাকায় টেকটোনিক প্লেটের মুভমেন্টের জন্যে এ ধরণের ভূমিকম্পের ঘটনা বারবার হয়৷বিজ্ঞানীরা আরও বলেছেন হিমালয়ের পাদদেশের ঘনজনবসতিপূর্ণ এলাকার জন্য সতর্কতাও জারি করে রেখেছেন৷ তাদের মতে এখানে যদি রিখটার স্কেলে বড় মাপের ভূমিকম্প হয় তাহলে জীবনহানি ও সম্পত্তিহানির ঘটনা ঘটতে পারে৷ ইউনিভার্সিটি অফ নেভেদা -র সিসমোলজিকল রিসার্চ লেটর্স জার্নলের অগাস্ট সংখ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়েছে৷চাম্বা এলাকায় বিভিন্ন সময় বড় ভূমিকম্প হয়েছে যার মধ্যে কিন্নরে ১৯৭৫ সালে ও কাঙ্গড়াতে ১৯০৫ সালে বড় ভূমিকম্প হয়েছিল৷ কাঙ্গড়াতে সেই ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল৷

