শুটিং শুরু হয়েছে ‘কেনো এলো না’ ছায়াছবির গৌরীবাড়ী কোলকাতায়.

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :৭১এর পটভূমিকায় কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কবিতা ‘কেন এলো না’ -র দ্বারা অনুপ্রাণিত হয়ে শর্ট ফিল্ম ‘কেনো এলো না’ পরিচালক : দিলীপ ঘোষের নির্দেশনায় চিত্ররূপ পেতে চলেছে. সমগ্র ঘটনাটি একটি দিনকে কেন্দ্র করে.সকালবেলা বাবা অফিসের উদ্দেশ্যে রওনা হবার আগে দূর্গাপুজোর আগে ছেলেকে বোনাসের টাকায় পুজোর জামাকাপড় লাইন দেবার প্রতিশ্রুতি দিয়ে জান.সারাটা দিন ছেলেটি কখনোও আনন্দিত চিত্তে কখনোও রঙ্গিন জামাকাপড় কেনার আবার কুমার তুলিতে মুর্তী গিয়ার্ কাজ দেখতে যান আবার পড়াশোনায় মম দেয় তার পর প্রতীক্ষায় থাকে. অবশেষে ছেলেটি বাড়ী ছেড়ে চলে যায়.অবশেষে পাড়ার মোড়ে রক্তাক্ত অবস্থায় ছেলেটির মৃতদেহ পরে থাকতে দেখা যায়. বাকিটা প্রেক্ষগৃহে দেখুন.পরিচালক : দিলীপ ঘোষ লেখক : চিত্রলেখা ডিওপি : রোজে আলম.মিউজিক গীতিকার ও সুরকার সুরজিৎ চ্যাটার্জী