শিশু দিবসের আগের দিন শিশুদের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য বস্তু দিলেন এসডিএ

সত্যজিৎ চক্রবর্তী : শিশু দিবসের আগের দিন শিশুদের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য বস্তু দিলেন এসডিএ. এই সংস্থাটির নাম সৃষ্টি ড্যান্স একাডেমি. এই অনুষ্টানটি হয় কোলকাতা প্রেস ক্লাবে এখানে উপস্থিত ছিল বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখার্জী ও ডিজাইনার গুলশান বানু ও একাডেমির ডিরেক্টর ইন্দ্রানী গাঙ্গুলী.তিনি ঘোষণা করলেন আমি ‘আলো’ নামে একটি সংস্থা গঠন করছি যার অর্থ লাইট. যার মধ্যদিয়ে কচিকাঁচাদের মনের মধ্যে আলোর দিশা প্রকাশ পাবে.এই অনুষ্ঠান উপলক্ষে সাধারণ ও বিকলাঙ্গ শিশুদের হাতে কিছু খাদ্য সামগ্রী ও অন্যান্য বস্তু তুলে দেন মাধবী দেবী ও গুলশান বানু. ইন্দ্রানী গাঙ্গুলী আশা করেন সামনের বছরে অর্থাৎ ২০২০তে আরোবর করে কিছু করতে পারবে. গেস্ট মাধবীদেবী ইন্দ্রানীর কাজকর্মের ভুয়র্শী প্রসংশা করেন পাশাশি গুলশান বানুও একই সুরে সুর মেলায়.

