সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ট্রোল হলেন ইশান্ত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রীতিমতো মুখ থুবড়ে পড়তে হয়েছে ভারতকে। ইশান্ত শর্মা (Ishant Sharma) এবং মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)ছাড়া কেউই নিজের সেরাটা দিতে পারেননি। যদিও ভারতীয় দল চাইবে প্রথম টেস্টের খারাপ স্মৃতিকে পিছনে ফেলে দ্বিতীয় টেস্টে নেমে আত্মসম্মানের জন্য লড়াই করতে। সঙ্গে সিরিজ সমানে সমানে শেষ করতে। তার উপর রয়েছে ওয়ার্ল্ড টেস্ট সিরিজও। ওয়েলিংটনে ১০ উইকেটে হারের পর নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এর মধ্যেই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইশান্ত শর্মা ও ভারতের হয়ে সর্বোচ্চ রান করা মায়াঙ্ক আগরওয়াল (৯২) কিছুটা স্বস্তি দিয়েছে। এই দু’জনই বুধবার দ্বিতীয় টেস্ট খেলতে উড়ে যাওয়ার আগের ছবি টুইট করেছেন। সেই ছবিতে রয়েছেন‌ ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ঋষভ পন্থও। দু’জনে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ফ্যানরা ট্রোল করতে শুরু করে দেন। তাঁদের দাবি ছবি পোস্ট না করে খেলা মন দিতে হবে ক্রিকেটারদের।এক ফ্যান লেখেন, ‘‘পোজ না দিয়ে খেলতে শুরু কর।” আর এক ফ্যান লেখেন, ‘’৯০ শতাংশ দল মাঠে পোজ দেয় আর ২০ শতাংশ ইন্টারনেটে।” এক ফ্যান লেখেন, ‘‘ঘোরা বন্ধ করে ভালো করে অনুশীলন কর আর ক্রিকেট খেলো। তোমরা ওখানে শপিং করতে যাওনি।” প্রথম টেস্টের প্রথম দিন ভারত প্রথমে ব্যাট করতে নেমে ১৬৫ রানেই গুটিয়ে যায়। প্রথম দিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আগে ভারতের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস‌ন ৮৯ রানের ইনিংস খেলেন। শেষ তিন উইকেট বড় পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে।নিউজিল্যান্ড একটা সময় ২২৫ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু শেষ তিন উইকেট এর সঙ্গে আরও ১২৩ রান যোগ করে। যার ফলে প্রথম ইনিংসে ১৮৩ রানে এগিয়ে যায় নিউজিল্যান্ড।দ্বিতীয় ইনিংসে আবারও ভারতের টপ অর্ডার মুথ থুবড়ে পড়ে এবং ১৯১ রানে অল-আউট হয়ে যায়।দ্বিতীয় ইনিংসে জিততে হলে মাত্র ন’রানই দরকার ছিল নিউজিল্যান্ডের। যা দুই ওপেনার টম ব্লান্ডেল ও টম লাথাম ১০ বলেই তুলে দেন। যার সঙ্গে নিউজিল্যান্ড তাদের ১০০তম টেস্ট জয়টি তুলে নিল।শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হবে দ্বিতীয় টেস্ট।