ছবিতে চেয়ারপার্সন ও উপ-চেয়ারপার্সন, হাসিনা শবনম ও প্রকাশ রাহা

সত্যজিৎ চক্রবর্তী : দানকুনিপ, হুগলী, মঙ্গলবার ২২সে মার্চ, সদ্য সমাপ্ত হয়েছে ১০৮টি পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে ১০৩টি পৌরসভার জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার হগলি জেলার ডানকুনি পৌরসভার জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হল আজ । এদিন পৌরসভার লাগোয়া ময়দানে পৌরসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হয় । এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান হাসিনা শবনম ও উপ পৌরপ্রধান প্রকাশ রাহা।
এদিন পৌরপ্রধান হাসিনা শবনম সকল জয়ী প্রার্থীদের শুভেচ্ছা এই পুনরায় দ্বিতীয়বারের জন্য কামাটি পৌরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কামারহাটি পৌরসভা নজরুল মঞ্চে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি আরও জানান ডানকুনি পৌরসভার প্রধান সমস্যা জলনিকাশি ব্যবস্থার দিকে জোর দিতে হবে। এদিন উপস্থিত ছিলেন চন্ডিতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার। এদিন বিধায়ক সকল জয়ী প্রার্থীদের শুভকামনা জানান। চবি-সত্যজিৎ চক্রবর্তী।

