সমাজ কর্মী আলী আশরাফ মিয়ার দ্বারা সমাজের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

নিজস্ব সংবাদদাতা ত্রিপুরা খবর ২৪: সমাজসেবী আলী আসরাফ মিঞা, একজন দক্ষ সমাজসেবী দীর্ঘ কয়েক বছর ধরে উনি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। উনি গরীর বাচ্চাদের পড়াশুনা, থাকা-খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছেন। নিজের উদ্দ্যোগে উনি প্রত্যেক বছর ঈদের সময় গরিব মানুষকে শীতবস্ত্র বিতরন করেন। জাত-পাতে উনি বিশ্বাসী নন। তাই হিন্দু মুসলীম সবার পাশে বিপদের সময় দাঁড়িয়ে পড়েন, সে বিয়ে হোক, শ্রাদ্ধ হোক আর সামাজিক অবক্ষয়ের সময়। লকডাউন ও করোনার মতো মহামারির সময় উনি গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন দৈনন্দিন সামগ্রী সহ নানান কিছু। উনার জন্ম ছোট্ট রাজ্য ত্রিপুরার উদয়পুর শহরের ছাতারিয়া গ্রামে। সমাজসেবা ছাড়াও উনি রাজনীতিতে বেশ সক্রিয়।

