শতাব্দী প্রাচীণ ইস্টবেঙ্গলের ধারা অব্যাহত রাখতে প্রস্তুত শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: বৃহস্পতিবার,৮ই অক্টোবর, কলকাতা ভারতের প্রথমসারির সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সদ্যনির্বাচিত ইনভেস্টর শ্রী সিমেন্ট লিমিটেড সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসন্ন ইন্ডিয়ান সুপার লীগে (২০২০-২১)‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ রূপে নব সৃজন শতাব্দী প্রাচীণ ইস্টবেঙ্গল ক্লাবকে আরও অনুপ্রেরণা দেবে।বিশেষ এই উদ্যোগে সমর্থন করার জন্য শ্রী সিমেন্ট তার প্রথম অফিশিয়াল বার্তায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন নীতা আম্বানীকে।“হিরো ইন্ডিয়ান সুপার লীগের ২০২০-২১ সিজনের অংশ হতে পেরে আমরা গর্বিত। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে আজ একটি লিখিত চুক্তি সাক্ষরিত হল। মাননীয়া মুখ্যমন্ত্রীর অসীম অনুপ্রেরণা, পথনির্দেশন ও আন্তরিক সমর্থনের জন্য তাঁকে ধন্যবাদ জানাব। তিনি পশ্চিমবঙ্গের ক্রীড়াবিভাগের উন্নতির বিষয়ে সদা সচেষ্ট, এবং এই বিষয়ে আমরাও সহমত পোষণ করি”, অফিশিয়াল প্রেস রিলিজের মাধ্যমে এই কথা জানান শ্রী সিমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর শ্রী হরিমোহন বাঙ্গুর।শ্রী বাঙ্গুর আরও জানান “ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড এর কার্যকরী উদ্যোগ এবং নীতা আম্বানীর প্রেরণাদায়ক ভূমিকা এই ঐতিহ্যবাহী ক্লাবের গৌরবময় ধারা অব্যাহত রাখতে অবিচল। তাই এঁদের কাছেও আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের সম্মিলিত লক্ষ্য হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রাচীণ গৌরবকে পুনরুজ্জীবিত করা। দলের সমর্থকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, ক্লাবের সাফল্য সুনিশ্চিত করতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না”।

