পূর্বা দামের স্মরনে শহরের তারকা শিল্পীদের বিশেষ শ্রদ্ধার্ঘ্য, অনুষ্ঠান দেখা যাবে অনলাইনে

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: লকডাউনের মধ্যে আমরা অনেক শিল্পীকেই হারিয়েছি।কিছুদিন আগেই জীবনাবসান হয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূ্র্বা দামের। পূর্বা দামকে শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন শহরের স্বনামধন্য শিল্পীরা।আগামী ৪ অক্টোবর প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূ্র্বা দাম স্মরণে SPCkraft এর ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করবেন আশিস ভট্টাচার্য, সংঘমিত্রা গুপ্ত,প্রমিতা মল্লিক,প্রবুদ্ধ রাহা, শ্রাবণী সেন, সুদেষ্ণা চট্টোপাধ্যায়,রঞ্জিনী মুখোপাধ্যায়,জয়তী চক্রবর্তী,দেবমাল‍্য চট্টোপাধ্যায়,মনোময় ভট্টাচার্য্য,সাশা ঘোষাল,প্রিয়ম মুখোপাধ্যায়,ঋতপা ভট্টাচার্য্য,সুছন্দা ঘোষ,শ্রবন্তী বসু বন্দোপাধ্যায়ের মতো একঝাঁক প্রথিতযশা শিল্পী। স্মৃতিচারণ করবেন সুমিত্রা(রায়) মুখোপাধ্যায়।কবি শ্রীজাত পাঠ করবেন শিল্পীর স্মরণে রচিত নতুন কবিতা।এখন সবকিছুই হয়ে গিয়েছে অনলাইন। তাই এই অনুষ্ঠান সরাসরি দেখা যাবে সংস্থার ফেসবুক পেজে রাত ৯টায়।সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এই উদ্যোগ নিয়ে জানান, “অনুষ্ঠানের ভাবনা আমার মাথায় এসেছে কারণ আমি ওঁর অসম্ভব গুণগ্ৰাহী এবং আমার মনে হয় আগামী প্রজন্মের অনেক কিছুই শেখার আছে ওঁর কাছে। শুধু স্বরস্থান নয়, উচ্চারণ কীভাবে গানকে উচ্চতায় নিয়ে যায় তার নিদর্শন উনি। পূর্বা দাম আমার কাছে একটা জোয়ারের মতো।আশা করি আপনারা সকলেই দেখবেন এই অনুষ্ঠান।”