এস,আর,এল ডায়াগনস্টিক সঞ্জীবন হেল্থ কেয়ার এর শাখা খুলল শ্রীরামপুর এ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :এই সেন্টারটি উদ্বোধন করেন পরমার্থ ভট্টাচার্য ও আইনজীবী জিতেন্দ্রনাথ শীল সিনিয়র এডভোকেট এই সেন্টারটি পরিষেবা দেবার জন্য চারটি ভাগে ভাগ করা হয়েছে তার খরচও ধার্য করা হয়েছে ১) কমপ্লিট ক্যায়ার : ৯৯৯/-*থেকে ৪৯৯৯/- * ফিটনেস ক্যায়ার : ১৩৯৯/- থেকে ২৯৯৯/- * একটিভ ক্যায়ার : ১৮৯৯/- * এভারগ্রীন ক্যায়ার : ১৯৯৯/- এস এল আর এর প্রধানা সাহানা মিত্র এক সাংবাদিক বৈঠকে জানালেন আমি দীর্ঘ ১৪ বছর জাবদ সমাজ সেবা কাজ করার পর এই সেন্টারটির খুল্লাম যাতে সাধারণ মানুষকে সল্প খরচে করাযায় দেখা যাক আগামী দিনে এই এস আর এল -কে কতদূর টেন্ড নেওয়া যায়.অনুষ্ঠানে আলোচনায় উপস্হিত ছিলেন তারেকনাথ গোস্বামী নব কুমার চক্রবর্তী পার্থ প্রসাদ রায় সুজিৎ পাল (হাওড়া প্রেস ক্লাবের সম্পাদক)

