স্টীল গিটারে বিভিন্ন সংগীতের সুর মুক্তি পেলো কলকাতা প্রেস ক্লাবে

সত্যজিৎ চক্রাবর্তী : সোমবার ২৪সে ফেব্রুয়ারী, রাগা মিউজিকের নির্মিত পন্ডিত পার্থ বোস ও প্রভা দাস “গুরু-শিষ্য” পরম্পরা এক অভিনব যুগলবন্দি “এলবাম” প্রকাশ হলো কলকাতা প্রেস ক্লাবে।এই এলবামে ১২টি গান আছে, জানালেন গুরু-শিষ্য যুগলে।
এলবামে আছে স্টীল গিটারের বিভিন্ন রবীন্দ্র সংগীত, হিন্দী ও বাংলা, আধুনিক গানের সুর রয়েছ । এলবামের সিডির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলো সংগীত পরিচালক চন্দন রায়চৌধুরী, সংগীত আয়োজক বুদ্ধদেব গাঙ্গুলী, জলি ব্যানার্জী ও রাগা মিউজিকের কর্নধার প্রেম গুপ্ত। উপস্থিত বক্তারা গুরু-শিষ্যের সাফল্য কামনা করে।

