অতীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তির করোনার ঝুঁকি কম: গবেষণা

নিজস্ব সংবাদদাত খবর ২৪: করোনা সংক্রমণের সঙ্গে মশাবাহিত রোগ ডেঙ্গুর একটি সংযোগসূত্রের সন্ধান দিচ্ছেন বিজ্ঞানীরা। একটি নতুন সমীক্ষা বলছে, ডেঙ্গু হয়েছে এমন ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের মুখে অন্যদের থেকে কিছুটা হলেও রোগপ্রতিরোধ ক্ষমতা থাকে।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের ডিউক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষক মিগুয়েল নিকোলেলিস সম্প্রতি এই পরিসংখ্যান তুলে ধরেছে এই আন্তর্জাতিক সংবাদসংস্থার সামনে। তিনি ২০১৯-২০২০ সালে সর্বাধিক ডেঙ্গু আক্রান্ত হয়েছে এমন জায়গাগুলির মানচিত্র তৈরি করেছেন, পাশাপাশি রেখেছেন করোনা সংক্রমণের রুটম্যাপ।এতেই দেখা য়াচ্ছে, যেসব জায়গায় অতীতে জোরালে ভাবে ডেঙ্গু সংক্রমণ হয়েছে, সেখানে করোনার সংক্রমণ হার তুলনামূলক ভাবে কম।ওই সমীক্ষাপত্রটিতে বলা হচ্ছে, ডেঙ্গুর ফ্ল্যাভিভাইরাস ও সার্স কোভ-২ এর মধ্যে ইমিউনোলজিক্যাল ক্রস রিঅ্যাক্টিভিটির সম্পর্ক থাকতে পারে। অর্থাৎ একটি সংক্রমণ অন্য সংক্রমণকে ঠেকাবে।রয়টার্সকে নিকোলেলিস বলছেন, এই সমীক্ষার আরও জোরালো তথ্য মিললে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্দান্ত নিতে পারব। সেক্ষেত্রে সেফ ডেঙ্গু ভ্যাকসিনও করোনার বিরুদ্ধে লড়়তে সাহায্য করবে। সোজা কথায় শরীরে ডেঙ্গু অ্যান্টিবডি থাকলে ছুঁতে পারবে না করোনা।নিকোলিসেসর আরও দাবি, অতীতেই একটি সমীক্ষায় দেখা গিয়েছিল এই দুই ভাইরাসের মধ্যে ইমিউনোলজিক্যাল ইন্টার-অ্যাকশান চলছে। বিষয়টি গবেষকদের অবাক করছিল কারণ ভাইরাস দু’টি সম্পূর্ণ ভিন্ন শ্রেণির। এই মুহূর্তে করোনা পরিসংখ্যানে, ভারত আর আমেরিকার পাশেই রয়েছে ব্রাজিলের নাম। সংক্রমণ যখন উত্তরোত্তর বাড়ছে তখন আশা জোগাচ্ছে এই সমীক্ষা।

