সুমনা চক্রবর্তীর লেখা কবিতার বই প্রকাশ কোলকাতা প্রেস ক্লাবে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :সুমনা চক্রবর্তীর লেখা কবিতার বই প্রকাশ কোলকাতা প্রেস সোমবার ১৫ই জুলাই. এই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচিত্র জগতের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কবি সাহিত্যিক সুবিধ সরকার ত্রিদীপ চট্টোপাধ্যায় বুক সেলার্স এন্ড গিল্ডের সম্পাদক প্রকাশক প্রকাশক প্রবল মল্লিক সুতপা বন্দোপাধ্যায় ও লেখিকা সুমনা চক্রবর্তী তার স্বামী শঙ্কর চক্রবর্তী প্রমুখ. প্রসেনজিৎ বাবু বললেন এই সল্প কবিতা বইয়ের বিচার করা সম্ভব নয় এই সময়ের মধ্যে কয়েকটি পাতা উল্টে যা দেখলাম গৃহ কর্ম করে পাশাপাশি সিনেমা সিরিয়ালের সঙ্গে যুক্ত থেকেও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা মাথায় রেখে কবিতার বই লেখা সহজ নয় তার সঙ্গে সুর মিলিয়েছে অন্যরাও সুমনা দেবী তাকে সকল রকম সাহায্য করেছে ওদের প্রশংসায় পঞ্চমুখ.

