প্রস্তাবিত ওঙ্কার চ্যানেলে সুপার-ডুপার-ডান্স জুনিয়র সম্প্রচার করতে চলেছে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বুধবার ১৪ই আগস্ট বরাহ নগর সাগতা মুভিস অফিসে এক অফিসে সাংবাদিক সম্মেলনে মুভিসের কর্নধার তারেক চক্রবর্তী ও তার সহকর্মী মনোতোষ দাস নির্দেশক সুরজিৎ প্রামানিক আরো অনেকে সঞ্চালনায় মাস্টার সম্রাট পিউ অয়েন্দ্রিলা এঙ্কারের দায়িত্ব নিয়েছে.যে রিয়েলিটি শো হবে সেখান ত্থেকে 36 জনকে বেছে নিয়ে ৬ জন করিওগ্রাফার ট্রেড প্রশিক্ষণ দেব এখন আমরা শিশু- কিশোরদেরও দেরও প্রশিক্ষণ দেবে খাকি সুযোগের অপেখ্যায়. এটাও বলেন যখন চ্যানেলে দেখানো হবে সন্ধ্যা ৬-৩০ মি সময় মাত্র 10 মিনিটের জন্যে.সাগোতা মুভিসের পক্ষ থেকে বলেন আমরা ডান্স রিয়েলিটি শো করতে চলেছি আগামী ২৫সে আগস্ট যা দেখা যাবে ওঙ্কার চ্যানেলে নাম দেওয়া হয়েছে সুপার-ডুপার-ডান্স জুনিয়র সম্প্রচার করতে চলেছে. আমাদের উদ্দেশ্য একটাই সমাজের প্রতিভাময় ছেলে- মেয়েদের খুঁজে বের কড়া এবং তাদের প্রতিভা টুলে ধরা শুধু প্রতিভা টাইম ধরাই নয় তারা যাতে একটা সময় তারা জাতে একটা সময় অন্যকে টাইম ধরতে পারে এখানে ছেলে-মেয়ে সকলে সুযোগ পায় সেদিকেও নজর রাখা হবে. আমাদের চেস্টা থাকবে তাদের শুধু ডান্স অন্য দিকেও তাদের কাজ সেখানো হবে এমন অনেক নানা কল্পনা সামনে রেখে আমাদের কার্য কলাপ চলবে. দরকার হলে আমাদের টীম গ্রাম-গঞ্জ থেকে প্রতিভাবান দরিদ্র ছেলে-মেয়েদের খুঁজে বার করতে হবে.