JEE, NEET পরীক্ষার সূচিতে বদল নয়, ৬ রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: JEE(Mains) এবং NEET(UG) পরীক্ষা নিয়ে ৬টি রাজ্যের করা রিভিউ পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিয়ে গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, তা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল বিরোধী শাসিত ৬ রাজ্য৷ কিন্তু এ দিন সেই আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ৷এর আগের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল, সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা গ্রহণের বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না৷ রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, করোনা অতিমারির মধ্যেও জীবন থেমে থাকতে পারে না এবং পরীক্ষার্থীদের জীবনের মূল্যবান একটা বছর নষ্ট করার মানে হয় না৷ এই রায় পুনর্বিবেচনার আবেদন নিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছিল ছ’টি রাজ্য৷ তার মধ্যে ছিল পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তীসগড়, পাঞ্জাব এবং মহারাষ্ট্র৷এই রাজ্যগুলির তরফে করা আবেদনে বলা হয়, গত ১৭ অগাস্ট সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশিকার ফলে পরীক্ষার্থীদের বেঁচে থাকার অধিকার ঝুঁকির মধ্যে পড়ছে৷ পাশাপাশি করোনা অতিমারির মধ্যে পরীক্ষার আয়োজন এবং ছাত্রছাত্রীদের যাতায়াতেও সমস্যার কথা উল্লেখ করা হয় আবেদনে৷ গত ২৮ অগাস্ট সুপ্রিম কোর্টে এই আবেদন জমা পড়েছিল৷ পরীক্ষা যাতে পিছিয়ে দেওয়া হয়, সেই দাবিই জানানো হয়েছিল আবেদনে৷ গত ১ সেপ্টেম্বর থেকেই গোটা দেশে JEE(Mains) পরীক্ষা শুরু হয়েছে৷ যা আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা৷ অন্যদিকে আগামী ১৩ সেপ্টেম্বর NEET(UG) পরীক্ষা হওয়ার কথা৷একাধিক রাজ্যের বিরোধিতা সত্ত্বেও নির্ধারিত দিনেই JEE এবং NEET পরীক্ষা নেওয়ার বিষয়ে অনড় ছিল কেন্দ্রীয় সরকার৷ সেই মতো পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷ তবে পরীক্ষার আয়োজকদের পক্ষে দাবি করা হয়, করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে৷

