NCB-এর কড়া নজরে করণ জোহর ! জেরার মুখে পড়বেন ধর্মা-র কর্তারা

নিজস্ব সংবাদদাত খবর ২৪: এনসিবি লেন্সে এবার কারণ জোহর। সমন পাঠানো হয়েছে ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার সিতিজ রবি কুমারকে। করণজোহরের বাড়ির পার্টির গেস্ট লিস্ট ও খতিয়ে দেখছে এনসিবি কর্তারা। সেই পার্টিতে মাদক সেবন করে হয়েছে বলে অভিযোগ এক sad নেতার। দীপিকার ক্ষেত্রে প্রথমে ডাকা হয়েছিল তাঁর ট্যালেন্ট ম্যানেজার করিশ্মাকে। তারপর দীপিকাকে সমন পাঠানো হয়। তাহলে কি এবার করণের পালা? সিতিজের কাছ থেকে তথ্য নিয়ে ডাকা হতে পারে করণকে? অন্যদিকে দ্বিতীয় সমনের প্রাপ্তি স্বীকার করেছেন রাকুল প্রীত সিং। শুক্রবার এনসিবি দফতরে আসবেন তিনি। সুশান্ত সিং রাজপুত হত্যার তদন্ত করতে গিয়ে, হঠাৎই সামনে এসে পড়ল বলিউডের সঙ্গে মাদক যোগের কাণ্ড ৷ বেআইনি মাদকচক্রের সঙ্গে যুক্ত থাকার জন্যই আপাতত, জেল হেফাজতে রয়েছেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী৷ তবে রিয়া গ্রেফতার হওয়ার পরেই রীতিমতো বিস্ফোরণ ঘটল বলিউডে ৷ সামনে এল বলিউডের এ স্টার সেলিব্রিটিদের নাম ৷ মাদকযোগে এনসিবি-র সন্দেহের তালিকায় চলে এলেন দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিংয়ের নাম ৷ ইতিমধ্যেই দীপিকা, শ্রদ্ধা ও সারার নামে সমন পাঠিয়েছে এনসিবি ৷ গোয়াতে এক সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দীপিকা৷ গোয়াতেই তাঁর হাত এসে পৌঁছয় এনসিবি-র তলব পত্র ৷ গতকাল প্রায় সারারাত গোয়ার গেস্ট হাউজেই আইনি বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন দীপিকা ৷ খবর অনুযায়ী, বৃহস্পতিবার গোয়া থেকে রওনা হয়ে মুম্বই ফিরবেন দীপিকা ৷ শুক্রবারই দীপিকা পড়বেন এনসিবির কড়া জেরার মুখে ৷ সারা ও শ্রদ্ধাকেও জেরা করবে এনসিবি ৷ অন্যদিকে, এনসিবি দফতরে পৌঁছলেন সিমন খাম্বাটা। এনসিবি কর্তাদের জেরার মুখে তিনি। কিছু ক্ষণ পর পৌঁছবেন রাকুল প্রীত। জানা গিয়েছে, শুধু এরাই নয়, এনসিবি-র সন্দেহের তালিকায় রয়েছেন বলিউডের আরও বড় বড় স্টারদের নাম ৷ তালিকায় রয়েছেন বেশ কিছু পরিচালক ও প্রযোজকও ৷ এমনকী, শোনা যাচ্ছে একজন ক্রিকেটারও এর সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তবে এই নামগুলো এখনই প্রকাশ্যে আনতে চাইছে না এনসিবি ৷

