স্বপ্ন

অনুপ কুমার বর্ধন

তোমার দু’চোখ ভরা স্বপ্ন
এখনো আমি দেখি
সবুজ পৃথিবীর ভেদহীন
আদর্শ এক সমাজের সুখপাখি।

স্বপ্ন দেখি—
এক নতুন সূর্যের আলোয় যার
মুছে যাবে মনের ভিতর
জমে থাকা সব অন্ধকার।

তোমার মধ্যে ছিল না কোন কূটনীতি
তোমার মধ্যে ছিল না কোন রাজনীতি
তোমার মধ্যে ছিল না কোন ধ্বংসনীতি
তোমার মধ্যে ছিল শুধু সকলের জন্য প্রেমপ্রীতি।

পৃথিবী যতদিন থাকবে বেঁচে
তুমি থাকবে ভালো মানুষদের পাশে
থাকবে শুধু আমার… শুধু আমার হয়ে
তোমার মিষ্টিমধুর দু’নয়নে।