IPL খেলতে চায় তৈমুর ! ছেলের জন্য আবেদন জানালেন করিনা কাপুর খান !

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বলিউডের আকাশে বাতাসে এখন একটাই খবর মা হচ্ছেন করিনা কাপুর খান। প্রেগনেন্ট অবস্থাতেই সিনেমার শ্যুটিং শেষ করছেন তিনি।করিনা ও সইফের প্রথম সন্তান তৈমুরকে নিয়ে প্রথম থেকেই মানুষের মধ্যে আগ্রহ রয়েছে।তৈমুরকে দেখলেই ক্যামেরার ভিড় জমে যায়। এতটাই কিউট ছোটে নবাব তৈমুর আলি খান। শোনা যাচ্ছে এই বয়সেই নাকি আইপিএলে খেলতে চায় সে?শোনা যাচ্ছে না। এটাই সত্যি ! ছেলের জন্য আইপিএলে কোনও জায়গা আছে কিনা জানতে চাইলেন করিনা কাপুর খান।করিনা তাঁর ইনস্টাতে একটি মজার ছবি পোস্ট করেছেন। সেখানে ক্রিকেট খেলছেন তৈমুর। সেই ছবি পোস্ট করেই মজা করে লিখলেন করিনা। মজা করেই জানতে চেয়েছেন, তৈমুরের জন্য আইপিএলে কোনও জায়গা আছে কিনা!