স্বর্গীয় তারকেশ্বর মিস্রার ৭২তম জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: স্বর্গীয় তারকেশ্বর মিস্রার ৭২তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল। তারকেশ্বর মিস্রা সমিতির ব্যবস্থাপনায় হরেশ মিস্রা ও দিনেশ মিস্রার উদ্যোগে কলকাতার স্ট্যান্ড রোডে এই রক্তদানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা, সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়, বিধায়ক নয়না বন্দোপাধ্যায়, বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী, 45ন ওয়ার্ড সভাপতি রাজীব রায় সহ অন্যান্যরা।এদিন মোট 400জন রক্তদাতা রক্তদান করেন।

