টাটা স্টীল ২৫ কিমি ম্যারাথনে যোগ দিলেন শুটার অভিনব বিন্দ্রা ও ঝুলন গোস্বামী

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা, রবিবার ১৮ই ডিসেম্বর, টাটা স্টীল ২৫ কিমি ম্যারাথনের অ্যাম্বাসেডার অলিম্পিক সোনা জয়ী অভিনব বিন্দ্রা শুভ সূচনা করলেন, সেখানে উপস্থিত ছিল প্রথম সারির মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী, ক্রীড়া মন্ত্রী অরূপ বিস্বাস, স্বপন ব্যানার্জী (বাবন), দমকল মন্ত্রী সুজিৎ বসু, আর, পি, কালিতা, জিওসি ইন সি, ইস্টার্ন কমান্ড। সিনেমা থেকে আরম্ভ করে ক্রীড়া অনুরাগী কাকভোরে জমায়েত হয়েছিল ময়দান এলাকায়। এই ম্যারাথনে অংশ নেয় প্রায় ১৫০০০ প্রতিযোগী। ছিল যুবক-যুবতী ও প্রবীণরা। গত বছরের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
চূড়ান্ত ফলাফলে পুরুষ ও মহিলা এলিট অন্তরাষ্ট্রীয় শ্রেণীতে বিজেতা লিয়নার্ড বার্সটন দেশের জিসা নতুন রেকর্ড করল। ইন্ডিয়ান এলিট অভিষেক পাল ও সঞ্জীবনী বাবুরাম যাদব। দৌড় শুরু হবার আগের থেকে ময়দান চত্তরে বেশ
কয়েকজন সেলিব্রেটি, অভিনেত্রী শুভশ্রীর মত তারকারা এসেছিল। দর্শকদের মধ্যে ছিল ফুটবলার, ক্রিকেটার, এথেলেট থেকে সর্বস্তরের ক্রীড়া অনুরাগীরা।

