তেলেঙ্গানা গণ ধর্ষণ ও খুন: অভিযুক্ত ৪ জনকেই এনকাউন্টার করে হত্যা পুলিশের

হায়দ্রাবাদ খবর ২৪ : শুক্রবার ভোরে তেলেঙ্গানা ধর্ষণ ও খুনের সাথে যুক্ত চার অভিযুক্তকে এনকাউন্টার করে খুন করে হায়দ্রাবাদের পুলিশ। পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, চার অভিযুক্ত পালানোর চেষ্টা করছিল, আর তখনি পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, যার ফলে মৃত্যু হয় চার জনের। পুলিশের তরফ থেকে আরও জানানো হয়েছে, পুরো ঘটনাটি ঘটে আজ ভোর রাত ৩ টে থেকে সকাল ৬ টার মধ্যে। প্রাপ্ত খবরানুসারে, আদালতে ‘চার্জশিট’ জমা পড়ার পর পুলিশ এই চারজনকে ঘটনাস্থলে নিয়ে যায়, তাদের ‘অভিব্যক্তি কী’ তা বোঝার জন্য। কিন্তু সেখানেই এক অভিযুক্ত পুলিশের কাছ থেকে হাতিয়ার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ আধিকারী জানিয়েছেন, যদি অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হোত তাহলে তা নিয়ে বিরাট সমস্যা দেখা দিত, যার ফলে পুলিশের কাছে আর কোনো পথ খোলা ছিল না। পুলিশের চালানো গুলি থেকেই মারা যায় চার অভিযুক্ত, স্বীকার করে নিয়েছে পুলিশ বিভাগ। তবে পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলনে এই ঘটনার বিস্তারিত বিবরণ দেবে বলেই আসা করা হচ্ছে।