টিজিএপিএস কৃষি বিকাশ শিল্পকেন্দ্র লাক্ষা চাষ শুরু করেছে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বুধবার ২৬শে জুন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে জানান কেন্দ্রে 6500 কর্মী আছে কর্মীদের দিয়ে নানা সেবা থেকে আরম্ভ করে বেঁচে থাকার অর্থ উপার্জনের ব্যবস্থা করা হয়েছিল এবার আমরা লাক্ষা চাষের পথে চলেছি আমরা দেখলাম এই চাষ করতে হলে দুরকম গাছের দরকার কুসুম গাছে ও কুল গাছে এই গাছে গুলির মধ্যে যদিও পশ্চমবঙ্গের এ জেলা গুলিতে পাওয়া যায় কিন্তু কুসুম গাছে উত্তরবঙ্গ কুচবিহারে. বর্তমানে এই চাষ করার জন্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ৫ টি ব্লক (ঝালদা-২ শিরকাবাধ বাগমুন্ডি আরশ ও কোটশিলা) ২৪টি কেরামের কয়েকশ আদিবাসী চাষিদের নিজস্ব কুসুম গাছে লাক্ষা চাষ করা হয়েছে. এই গাছ নেবার জন্য গাছ হিসাবে লাভের দুই ভাগে ৫০% দেওয়া হবে কেন্দ্র আশা করে আগামী দিনে সারা রাজ্যে লক্ষ্য চাষ হবে এর পাশাপাশি অক্টোবর মাসের মধ্যে এই সংস্থা প্রায় ৩০০ বিঘা জমিতে সেমুইলta চারা লাগবে. আমরা আশাকরি আগামী দিনে এই চাষ করার জন্য ৩০০০ কর্মী দরকার হবে. এ রকম চাষ কিভাবে করতে হয় তার বিস্তারিত জানালেন তার সহকর্মীরা.