যোগী আদিত্যনাথকে হত্যার হুমকি! হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো হয়েছে মেসেজ

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, মুখতার আনসারিকে জেল থেকে না ছাড়ার জন্য এই হুমকি দেওয়া হয়েছে ৷ উত্তরপ্রদেশের ১১২-র হোয়াটসঅ্যাপ নম্বরে এই মেসেজ পাঠানো হয়েছিল ৷ 9696755113 থেকে মেসেজ পাঠানো হয়েছিল ৷ হজরতগঞ্জ পুলিশ ঘটনায় এফআইআর দায়ের করেছে ৷ পুলিশ ও সাইবার সেলের টিম ঘটনার তদন্ত শুরু করেছে ৷এর আগেও একাধিকবার ইউপি ১১২-তে যোগীর উদ্দেশ্যে হুমকি মেসেজ এসেছে ৷ এরপর থেকে লখনউতে মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে ৷ চলতি বছরের জুন মাসে পুলিশের এমারজেন্সি পরিষেবা ইউপি ১১২ হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজ এসেছিল ৷ সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা বিস্ফোরণে হত্যা করা হুমকি দেওয়া হয়েছিল ৷ এর আগে মে মাসেও এরকম মেসেজ এসেছিল ৷ এর জেরে মুম্বইয়ের কামরান অমিনকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশের এসটিএফ ৷তদন্তে জানা গিয়েছিল কামরান মুম্বইয়ের বাসিন্দা ৷ জাভেরি বাজারে নিরাপত্তারক্ষীর কাজ করতেন তিনি ৷ ২০১৭ সালে তার স্পাইন টিবির অস্ত্রোপচার করা হয়েছিল ৷ এরপর উনি চাকরি ছেড়ে দেন এবং কোনও কাজ করতেন না ৷ তার পরিবারে মা, বোন ও এক ভাই রয়েছে ৷

