কঙ্গনাকে Y+ নিরাপত্তা দিয়ে অপচয় কেন? প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে কেন Y+ স্তরের নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার? এই নিয়ে এবার প্রশ্ন তুলে মোদি সরকারকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ বলিউডে ট্যুইট করে শিরোনামে থাকেন বলে কঙ্গনাকে কটাক্ষ করে মহুয়ার অভিযোগ, তার জন্য ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করে আসলে অর্থের অপচয় করছে কেন্দ্রীয় সরকার৷সুশান্ত মৃত্যুর ঘটনার সূত্রে বলিউড এবং মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে শিরোনামে রয়েছেন কঙ্গনা৷ সম্প্রতি মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি জোট সরকারকেও আক্রমণ করেছেন তিনি৷ এর পরই কঙ্গনাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ যে স্তরের নিরাপত্তা দেশের হাতেগোণা কয়েকজন ভিআইপি পান৷স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধে ট্যুইটারে মহুয়া লিখেছেন, ”বলিউডে যাঁরা ট্যুইট করে শিরোণামে থাকেন, তাঁদের জন্য কেন Y+ নিরাপত্তার দেওয়া হচ্ছে যেখানে দেশে প্রতি ১ লক্ষ জনসংখ্যা পিছু পুলিশের সংখ্যা মাত্র ১৩৮ আর এই অনুপাতের নিরিখে ৭১টি দেশের মধ্যে শেষ দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে ভারত? সম্পদের এর থেকে ভাল ব্যবহার আর কিছু হতে পারে না, তাই নয় কি ‘মিস্টার হোম মিনিস্টার’?”বলিউডের প্রথম তারকা হিসেবে সিআরপিএফ-এর নিরাপত্তা পাবেন কঙ্গনা৷ একজন পার্সোনাল সিকিউরিটি অফিসার ছাড়াও কঙ্গনার নিরাপত্তায় কম্যান্ডো সহ ১১জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন৷এই মুহূর্তে হিমাচল প্রদেশে রয়েছেন কঙ্গনা৷ তিনি অভিযোগ করেছিলেন, উদ্ধব ঠাকরে সরকারের আমলে মুম্বইতে ফিরতেই ভয় লাগে তাঁর৷ পাল্টা জবাবে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, নিরাপত্তাহীনতায় ভুগলে মুম্বইতে ফেরাই উচিত নয় কঙ্গনার৷ এর জবাবে মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা টেনে সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা৷ তার পর থেকেই শিবসেনার একাধিক নেতা কঙ্গনাকে নিশানা করে নানা মন্তব্য করেছেন৷ এর পরই কঙ্গনাকে Y+ স্তরের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে, আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ-সহ কয়েকজনই এই নিরাপত্তা পেয়ে থাকেন৷

