আইপিএলে কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করা সেরা ১০ ক্রিকেটার কারা ? জেনে নিন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: করোনা ভাইরাসের প্রকোপে এইবছর আইপিএল শুরু হচ্ছে সেপ্টেম্বরে। ভারতে ন,য় এইবার আসর বসতে চলেছে আরব আমিরশাহিতে। এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল হল কলকাতা নাইট রাইডার্স। কলকাতা দু’বার আইপিএল খেতাব জিতেছে। দেখে নেওয়া যাক এই দলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক সেরা ১০ জনকে #১. গৌতম গম্ভীর : গৌতম এই দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই দু’বার ট্রফি জেতে কেকেআর ৷ কলকাতা দলের সর্বোচ্চ রানের মালিক তিনি। ১০৮ টি ম্যাচে ৩১.৬১ গড়ে এবং ১২৪.২৮ স্ট্রাইক রেটে ৩০৯৫ রান করেছেন গম্ভীর।#২. রবীন উত্থাপা : তাঁর সংগ্রহে ৮৬ ম্যাচে (৮৪ ইনিংসে ) ৩০.৪৮ গড়ে ২৪৯৯ রান করেন। নাইটদের হয়ে উইকেটকিপিংও করেছেন তিনি।#৩. ইউসুফ পাঠান : কেকেআরের ‘হিটম্যান’ ও অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন ইউসুফ। কেকেআরের হয়ে তিনি ১০৬ ম্যাচে (৯১ ইনিংসে) ৩১.৫৫ গড়ে এবং ১৩৮.২৭ স্ট্রাইক রেটে ১৮৯৩ রান করেছেন।#৪.আন্দ্রে রাসেল : ওয়েস্ট ইন্ডিজ দলের এই মারকুটে অলরাউন্ডার কলকাতা দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের উল্লেখযোগ্য মুখ। তিনি কলকাতার হয়ে ৫৭ ম্যাচে ৩৫.৩১ গড়ে ১৩৪২ রান করেছেন।#৫. জ্যাক ক্যালিস : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ক্যালিস। কেকেআরের হয়ে ৫৬ ম্যাচে ২৬.৪২ গড়ে ও ১০৬.৭৬ স্ট্রাইক রেটে ১২৯৫ রান করেছিলেন। #৬.ক্রিস লিন : অস্ট্রেলিয়ার এই শক্তিশালী ডানহাতি ব্যাটসম্যান ছিলেন কেকেআরের একসময়ের অন্যতম ভরসা। তিনি কেকেআর-এর হয়ে ৪০ ম্যাচে ৩৪.৪৩ গড়ে ও ১৪১.৩৯ স্ট্রাইক রেটে ১২৭৪ রান করেছেন।#৭. মনীশ পাণ্ডে : কর্ণাটকের এই ডানহাতি ব্যাটসম্যান কলকাতার হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি ৫৫ ম্যাচে ৩১.৭৫ গড়ে ১২৭০ রান করেন।#৮.সৌরভ গঙ্গোপাধ্যায় : ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট কেকেআরের হয়ে কয়েকবছর খেলেছিলেন। তিনি দলকে নেতৃত্বও দিয়েছিলেন। কলকাতার হয়ে তিনি ৪০ ম্যাচে ২৮.৬৩ গড়ে ১১০.৫০ স্ট্রাইক রেটে ১০৩১ রান করেন।#৯. মনোজ তিওয়ারি : বাংলা দলের এই ডানহাতি ব্যাটসম্যান কলকাতার হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। তিনি কেকেআরের হয়ে ৫৪ ম্যাচে ২৮.৬৩ গড়ে ও ১১০.৫০ স্ট্রাইক রেটে ১০০২ রান করেন।#১০.ব্রেন্ডন ম্যাকালাম: কেকেআরের হয়ে ৩৫ ম্যাচে ৮৮২ রান করেছেন ৷ গড় ২৭.৫৬, স্ট্রাইক রেট ১২০.৬৫ ৷