সোমবার মধ্যরাত থেকেই এক্কেবারে নিষিদ্ধ বাজি পোড়ানো, কড়া নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আজ থেকে বাজি পোড়ানো একেবারে নিষিদ্ধ। এমনই কড়া নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত। দিল্লিতে সমস্ত রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দিল্লি এবং তার পার্শ্ববর্তী চারটি চার রাজ্যের কমপক্ষে ২৪টি জেলার জন্য এই কড়া নির্দেশ জারি করা হয়েছে। তবে শুধুমাত্র দিল্লি নয়, ২০১৯ সালের নভেম্বরে বায়ুদূষণের মাত্রা বিচার করে, যে সমস্ত রাজ্যের অবস্থা ভয়ঙ্কর ছিল, সেই সব রাজ্যেই এই নির্দেশ কার্যকর করার নরদেশ বলবৎ থাকবে।তবে যে সব শহরে দূষণ কম, সেখানে দীপাবলির সময় দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজ্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেবে। তবে সেক্ষেত্রে পড়াতে হবে ‘গ্রিন ক্রাকার’। কারণ সেই বাজিতে দূষণ অনেকটাই কম হয়। তবে করোনা রোগীদের ক্ষেতরে সেটাও মারাত্বক হতে পারে এমনটাই ইঙ্গিত চিকিৎসকদের।হরিয়ানা সরকার জানিয়েছে, রাত ৮টা থেকে ১০টা দীপাবলি ও গুরুপরবের সময় বাজি পোড়ানো যাবে। বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে হরিয়ানা সরকার।প্রসঙ্গত, ৫ নভেম্বর করোনা সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এ বছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চের তরফে জানান হয়, ‘এ বছরের জন্য সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ।তারপর থেকেই কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বন্ধ বাজি। বিক্রিও করা যাবে না। এই নির্দেশ নিশ্চিত করতে পুলিশকে দায়িত্ব নিতে বলেছে আদালত। তার ফলে চলছে কড়া নজরদারি।

