ট্র্যাক ফাউন্ডেশন দ্বারা আয়োজিত করা হলো বস্ত্র বিতরণ

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : ট্র্যাক ফাউন্ডেশন এর উদ্যোগে ও কালীঘাট বিবেকানন্দ স্পোটিং ক্লাব এর সহোগিতায়ে দুর্গ পুজো উপলক্ষে দুস্ত বাঁচা ও মহিলা ও পুরুষ দের হাতে তুলে দেবা হলো জামা কাপড় ,সারি ,ও ধুতি এই উপলক্ষে ৪০০ জনের হাতে নতুন কাপড় তুলে দেব হয় ট্র্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই ভাবে
সমাজের পাশে দাঁড়াতে চাই আর সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফঠাতে চাই যাতে এই পুজোর সময় ওরাও নতুন জামা কাপড় পরে ঠাকুর দেখতে যেতে পারে ! ট্র্যাক ফাউন্ডেশনের ও কালীঘাট বিবেকানন্দ স্পোটিং ক্লাব এই ভাবে আগামী দিনেও কাজ করে যাবে সমাজের জোন! এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান
উমেশ রায় ,সাউথ কোলকাতার প্রেসিডেন্ট সঞ্জয় সেন , সাউথ কোলকাতার সেক্রেটারি দেবাশীষ গোস্বামী , সমীর ঘোষ ,সভোজিৎ ঘোষ ,শিপ্রা সেন , নিল্যাংহ্সু গোস্বামী মিডিয়া সেক্রেটারি সাগর পান্ডে ও সংস্থার সদস এও আনানো ক্লাবের সদস বিন্দ !

