ট্র্যাক ফাউন্ডেশন দ্বারা পালিত করা হলো মাদার টেরিসার ১০৯ তাম জন্মবার্ষিকী

ট্র্যাক ফাউন্ডেশন এর উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ কোলকাতা আর্টস এন্ড কালচার ও কালীঘাট বিবেকানন্দ স্পোটিং ক্লাব এর সহোগিতায়ে পালিত হলো মাদার টেরিসার ১০৯ তাম জন্মবার্ষিকী এই উপলক্ষে ১০০ টি দুস্থ ছাত্র ছাত্রী দের হাতে পাঠ সামগ্রী ও খাবার তুলে দেবা হয় ! ট্র্যাক ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয় যে আমরা এই ভাবে সমাজের পাশে দাঁড়াতে চাই আর সেই সব ছাত্র ছাত্রী রা যারা আর্থিক অনটনের জন্য পডাশোনা দিকে পিছিয়ে পড়ছেন আমরা তাদের পাশে দাঁড়াতে চাই ! যাতে আমরা এই সব প্রতিভা কে সামনে আনতে পারি যাতে আমরা বাংলার গর্ব কে আরো শক্তিশালী করতে পারি ! এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান উমেশ রায় ,সাউথ কোলকাতার প্রেসিডেন্ট সঞ্জয় সেন , সাউথ কোলকাতার সেক্রেটারি দেবাশীষ গোস্বামী , সমীর ঘোষ ,সভোজিৎ ঘোষ ,অমিত মুখার্জী ,শিপ্রা সেন ,সুব্রত সরকার ,সাধন মুখার্জী ,লায়ন্স ক্লাব অফ কোলকাতা আর্টস এন্ড কালচার এর পক্ষ থেকে উপস্তিথ প্রেডিডেন্ট অমরেশ কুমার রায় ,বজরং লাল অগ্রবাল ,অনুপ মিত্র ,তৃপ্তি গুপ্ত ,রেখা কাপুর ,পুষ্পিতা বান্দোপাধ্যা রাজশ্রী সিংহ ,জেসন রিচার্ড স্লেই ও আনানো ক্লাব বিন্দ !

