তৃনমুল কাউন্সিলার স্বামী কে রাতের অন্ধকারে আক্রমণ করলো দুষ্কৃতী….

জয়ন্ত সাহা খবর ২৪: তৃনমুল কাউন্সিলার স্বামী কে রাতের অন্ধকারে আক্রমণ করলো দুষ্কৃতী….ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ ঘটনার জেরে চাঞ্চল্য ……. আসানসোল ….ঘটনাটি ঘটে রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর এর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো দুই দুষ্কৃতী এদিন তিনি তাঁর স্ত্রীকে নিয়ে রানীগঞ্জ থানায় মিটিং করে বাড়ি ফেরার সময় রানীগঞ্জের ইস্ট কলেজপাড়া লাগোয়া এলাকায় ট্রাক স্ট্যান্ড এর কাছে দুই দুষ্কৃতী রাত্রি 9টা নাগাদ হঠাৎই সিমা সিং এর স্বামী গোপাল সিং এর ডান হাতে ধারালো অস্ত্রের কোপ মেরে পালিয়ে যায় দুই সদস্যের ওই দুষ্কৃতী দল মুখ ঢাকা দিয়ে ছিল বলে জানিয়েছে ওয়ার্ড কাউন্সিলর স্বামী. এই ঘটনার পরই রানীগঞ্জ থানায় খবর দেয় তার পরিবারের লোকেরা । কেন কি কারনে এই হামলা তা নিয়ে ধন্দে সকলেই!!পুলিশ বিষয় টির তদন্তে !!

