টিউটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল

সত্যজিৎ চক্রবর্তী : কলকাতা প্রেস ক্লাব, কোলকাতা ২৯ শে মার্চ , সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠন বা Tutors Welfare Association of India আত্মপ্রকাশ করলো সুজয় কুমার বর্মন , চেয়ারম্যান , স্বপন দত্ত ( উজ্জ্বল ) , সর্বভারতীয় সভাপতি , সোহম ভট্টাচার্য , সর্বভারতীয় সম্পাদক এবং  অন্যান্য সদস্য সুব্রত মন্ডল , নিখিলেশ রায় , বিজিত বিশ্বাস এবং শেখর নন্দী মহাশয়ের উপস্থিতিতে। একাডেমিক টিউটরস ছাড়াও এই সংগঠনের সদস্য হতে পারবেন আঁকা , নাচ , গান , আবৃত্তি , karate , তবলা সহ যে কোন বাদ্য যন্ত্রের টিউটরস,  বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত প্রশিক্ষক ইত্যাদি যারা সরকারি বা সরকার পোষিত স্কুলের সঙ্গে যুক্ত নয়।গত ১০ ই নভেম্বর , ২০২১ এ রেজিস্ট্রেশন পেয়েছে এবং এর উদ্দেশ্যেই হলো সারা দেশের সকল টিউটরস ফ্রেটারনীটির দাবীদাওয়া  এবং তাদের অভিযোগ গুলি তুলে ধরা হল।