রিয়াকে জেরায় প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য, ড্রাগস মামলায় সামনে এল আরও দুই অভিনেত্রীর নাম

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে সামনে উঠেছে ড্রাগ চক্রের যোগাযাগ ৷ ড্রাগ মামলার তদন্তের দায়িত্বে রয়েছে NCB ৷ ড্রাগ মামলায় বলিউড অভিনেত্রী ও সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে NDPS Act-এ ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, রিয়া চক্রবর্তী নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে জেরার সময় বলিউডের একাধিক অভিনেতার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন ৷রিয়া যাদের নাম জানিয়েছেন তাদের মধ্যে অভিনেত্রীদের পাশাপাশি ফ্যাশন ডিজাইনারদের নামও সামিল রয়েছে ৷ এর মধ্যে একজন আবার অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতার বন্ধু ৷ রিয়া যাদের নাম সামনে এনেছেন তাদের মধ্যে সারা আলি খান ও রাকুল প্রিত সিংহ রয়েছে ৷রিয়ার বয়ানের পর এই তিনজনের উপর নজর রাখছে এনসিবি ৷ রিয়া এটাও জানিয়েছেন যে এই দুই অভিনেতা ও ফ্যাশন ডিজাইনারের সঙ্গে মিলে সুশান্তের সঙ্গে ড্রাগস নিয়েছেন রিয়া ৷ এদের মধ্যে একজন সুশান্তের পরিচিত ছিল আর বাকি দু’জন রিয়ার ৷বলিউডের ৮০ শতাংশ সেলিব্রিটি ড্রাগস সেবন করেন বলে জানিয়েছেন রিয়া ৷ সূত্রের খবর, ড্রাগস মামলায় একাধিক বলিউড স্টারকে তলব করা হতে পারে ৷ এনসিবি-কে দেওয়া বয়ানে রিয়া স্বীকার করেছেন যে তিনি সুশান্তের জন্য ড্রাগস কিনতে এবং টাকা লেনদেন করতেন ৷